কোটচাঁদপুর মহিলা বিষয়ক কর্মকর্তাকে ‘মাদার তেরেসা গুণীজন’ সম্মাননা পদকে মনোনিত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানাকে সমাজসেবা ও মানব কল্যানে বিশেষ অবদানের জন্য ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাদার তেরেসা গুণীজন সম্মাননা পদক-২০১৯ এর জন্য মনোনীত করা হয়েছে।

গোধূলী সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে আগামী ২৭ আগষ্ট ২০১৯ তারিখে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে “১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোকাহত আগষ্ট স্মৃতিচারণ” শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়ার কাছ থেকে তিনি এই পদক গ্রহন করবেন।

আরো পড়ুন:
রোগীর পেটে ব্যান্ডেজ রেখেই সেলাই, ডাঃ বললেন ভুল হতেই পারে
স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

এর আগে সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও জুড়িবোর্ড কর্তৃক প্রাথমিকভাবে সমাজ সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য গুণীজন হিসাবে তাকে মনোনিত করা হয়।

এদিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানাকে এই সম্মাননা পদক প্রদানে মনোনিত করার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন সুলতানা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।

আগস্ট ২০, ২০১৯ at ২২:৩২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএমআর/তআ