মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভাধীন কলেজপাড়া এলাকার তুষার নামে এক যুবককে মাদকসেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।

মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম উপজেলার কলেজপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ এলাকার মান্নান মুন্সীর ছেলে তুষারকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করে।

আরও পড়ুন :
কেশবপুরে বঙ্গবনধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হবে ২১ আগস্ট
ভারতে পাচার হওয়া ৮ নারীকে বেনাপোল দিয়ে বিজিবি কাছে হস্তান্তর

তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আগস্ট ২০, ২০১৯ at ২০:৪৪:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এল/আজা