৪০ হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পাড়ি দিয়ে ইয়াবা আনার পথে বিজিবির জালে আটকা পড়েছে ৪০ হাজার ইয়াবা বড়ি। সোমবার (১৯ আগষ্ট) রাত ১১টার দিকে ঘুমধুম ইউনিয়নের রেজু দক্ষিন আমতলীস্থ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৯নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল এলাকাটি কক্সবাজার ৩৪ বিজিবির নিয়ন্ত্রণাধীন।

৩৪ বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বহন করে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবির জোন কমান্ডার লে. কর্ণেল আলী হায়দার আজাদের নির্দেশনায় রেজু আমতলী বিওপির সুবেদার মুজিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় বিজিবির একটি টহল দল।

আরো পড়ুন:
টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের শুভ উদ্বোধন
দুমকিতে ৩ দিনব্যাপী ফল ও বৃক্ষের মেলা শুরু

অভিযানের বিষয়টি বুঝতে পেরে ইয়াবা পাচারকারীরা দূর থেকে পালিয়ে যেতে চাইলে বিজিবি দুই রাউন্ড গুলি ছুড়ে। এ সময় ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ হাজার টাকা।

আগস্ট ২০, ২০১৯ at ১৭:৩৯:১৬ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একে/তআ