কুড়িগ্রামে ডেঙ্গুর আতংক কমেছে

কুড়িগ্রাম আধুনিক হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসা প্রদানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেও জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে বলেছে স্বাস্থ্য অধিদপতর।

আরও পড়ুন :
অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দখলকারী ব্যবসায়ীকে জারিমানা
৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের শুভ উদ্বোধন

গতকাল সোমবার পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ছিল ৮ জন তারমধ্যে আজ মঙ্গলবার ৩ জনকে রিলিজ দেয়া হয়েছে। বর্তমানে ৫ জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। তাদের অবস্থা পূর্বের তুলনায় অনেক ভাল বলে হাসপাতাল কর্তপক্ষ জানিয়েছে।

কুড়িগ্রাম আধুনিক হাসপাতালে মোট ৯৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন তারমধ্যে ১৩ জনকে রংপুর এবং ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে আবাসিক চিকিৎসক ডা: শাহিনুর রহমান নিশ্চিত করেন।

আগস্ট ২০, ২০১৯ at ১৭:০৭:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএল/আজা