টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জন সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্য্যলয়ের(এসডিজি) অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছে।  ভাল কাজের জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন সম্মনা স্মারক পেয়েছেন। সবাইকে নিয়ে উন্নয়ন করতে হবে, কাউকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়।
সেমিনারে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র।
আগস্ট ২০, ২০১৯ at ১৭:৪৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএল/আজা