দুমকিতে ৩ দিনব্যাপী ফল ও বৃক্ষের মেলা শুরু

পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার। প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর দুমকিতে মঙ্গলবার সকালে উপজেলা মাঠে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। দুমকি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় আয়োজিত বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার ।

মেলার উদ্বোধন উপলক্ষে সকালে র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন করা হয়।

আরও পড়ুন :
অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দখলকারী ব্যবসায়ীকে জারিমানা
৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের শুভ উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, হারুন অর রশিদ হাওলাদার । বিশেষ অতিথি’র বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান, এইচ এম মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান, ফরিদা ইয়াসমিন, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম।

এছাড়া অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার, মোহাম্মদ ফলজ। বনজ, ঔষধি গাছের চারার ১০টি স্টল বসেছে। আগামী বৃহস্পতিবার পুরস্কার বিতরণের মাধ্যমে মেলা শেষ হবে।

আগস্ট ২০, ২০১৯ at ১৭:০৭:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমজ/আজা