শিক্ষার্থী মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী প্রসেনজিৎ মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

এক শোক বার্তায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী প্রসেনজিৎ মজুমদারের অকাল মৃত্যু সত্যি বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার হারালো একজন মেধাবী সন্তানকে এবং তাঁর পরিবারেরও যে ক্ষতি হলো তা অপূরণীয়। আমি প্রসেনজিতের আত্মার সদ্গতি কামনা করছি। একইসঙ্গে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আরো পড়ুন:
মামলা দিয়ে ৩ সাংবাদিককে হয়রানীর চেষ্টা
দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে: জয়শঙ্কর

এদিকে প্রসেনজিৎ মজুমদারের আকস্মিক মৃত্যুতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মচারী সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহ গভীর শোক প্রকাশ করেছে।

আগস্ট ২০, ২০১৯ at ১৩:৪৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/যবিপ্রবি/তআ