মধুমতির গর্ভে বিলীন শতাধিক পরিবারের স্বপ্ন

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীর গর্ভে বিলীন শতাধিক পরিবারের স্বপ্নসহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ।

মধুমতি নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে বসত-ভিটা, শিক্ষা-প্রতিষ্ঠানসহ প্রায় সাড়ে তিনশ’ একর ফসলি জমি। দ্রুত গতিতে বাঁধ নির্মাণ না হলে অচিরেই নদীগর্ভে উপজেলার ইতনা, লংকারচর, পাংখারচর, সুচাইল, পরানপুরসহ অন্যান্য এলাকা।

আরো পড়ুন:
রোহিঙ্গা প্রত্যাবাসনের নামে মিয়ানমারের ফের আইওয়াশ!
বাংলাদেশের ‘বিক্ষোভ ’ সিনেমায় থাকছেন সানি লিওন!
পৌর বিএনপি’র সভাপতি নাজিম নারীসহ ধরা

এলাকাবাসীর উদ্দ্যোগে, নদী ভাঙ্গন রোধে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের একাধিক বার জানানো হলেও এখনো পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানান স্থানীয়রা।

ইতনা ইউনিয়নের ৮৭নং পাংখারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পুরোটাই নদী গর্ভে। এবারের নদী ভাঙ্গনে বিদ্যালয়ের ভবনও ঝুঁকিপূর্ণ। ফলে স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি সাধিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

আগস্ট ২০, ২০১৯ at ০৮:১৯:৩৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বিকে/তআ