দুমকিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে সুমাইয়া আক্তার (১৭) নামের ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু ঘটেছে। আজ সোমবার দুপুর ১টায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, দুমকি সরকারী জনতা কলেজ থেকে এ বছর এইচএসসি উত্তীর্ণ হয়ে সুমাইয়া রাজধানী ঢাকায় একটি কোচিং সেন্টারে ভর্তি হয়ে কোচিং করছিল। ঈদ-উল আযহার ছুটিতে সে দুমকিতে পিতা-মাতার ভাড়াটিয়া বাসায় এসে জ্বরে আক্রান্ত হয়।

আরও পড়ুন :
চৌগাছায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ি আটক ১
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিক্ষার্থীর অকালমৃত্যু

গত মঙ্গলবার উপজেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় ডেঙ্গু সনাক্তের পর সুমাইয়াকে ওইদিন বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত সুমাইয়া দুমকি সরকারী জনতা কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মো: ফজলুল হকের কন্যা। তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকায়।

আগস্ট ১৯, ২০১৯ at ১৮:৪২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এল/আরএ/আজা