হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিক্ষার্থীর অকালমৃত্যু

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রসেনজিৎ মজুমদার মৃত্যুবরণ করেছেন। আজ ১৯ আগষ্ট সোমবার সকাল ১০ ঘটিকায় খুলনাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শিক্ষার্থী সূত্রে জানা যায়, প্রসেনজিৎ মজুমদার গুরুতর ভাবে হৃদযন্ত্র আক্রান্ত হলে তার বন্ধুরা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকগন তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। তখন তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলাকালীন সময়ে তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন :
মশা নিধনে মঙ্গলবার থেকে চিরুনি অভিযান: মেয়র আতিকুল ইসলাম
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা ১ লাখ টাকা

প্রসেনজিৎ বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ আমবটতলার একটি ছাত্রাবাসে থাকতেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কবিরপুর গ্রামের প্রশান্ত মজুমদারের ছেলে।

শিক্ষার্থী প্রসেনজিৎ এর এ অকালমৃত্যুতে তার নিজ পরিবার সহ বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আগস্ট ১৯, ২০১৯ at ১৬:৪৩:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এল/আরএ/আজা