মশা নিধনে মঙ্গলবার থেকে চিরুনি অভিযান: মেয়র আতিকুল ইসলাম

মশা নিধনে আগামীকাল মঙ্গলবার থেকে চিরুনি অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সোমবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মশা নিধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি বাড়িতে কাল চিরুনি অভিযান শুরু হবে। কোনো বাড়িতে লার্ভা পাওয়া গেলে স্টিকার লাগিয়ে দেয়া হবে। ১০-১৫ দিন পর আবার গিয়ে পরীক্ষা করা হবে।

আরও পড়ুন :
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা ১ লাখ টাকা
নিহত সেনা সদস্য নাসিমের বাড়ি মুক্তাগাছায় শোকের মাতম

আতিকুল ইসলাম আরও বলেন, সিটি কর্পোরেশনের কোথাও পানি জমে থাকলে তার জন্য যে দায়ী, তাকে জরিমানা দিতে হবে। যদি আমিও দোষী হই, তা হলে আমাকেও জরিমানা করা হোক। মশা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে। মশা নিধন কার্যক্রমে নতুন করে আরও ২০০ ফগার মেশিন ও ১৫০ স্প্রে মেশিন বিদেশ থেকে আনা হয়েছে।

আগস্ট ১৯, ২০১৯ at ১৬:৪৩:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এল/আজা