ছেলের ঋণের দায়ে মাকে হত্যার অভিযোগ

ছেলে ঋণের কিস্তি পরিশোধ না করায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। ফেনীর ছাগলনাইয়ার উত্তর যশপুর গ্রামে রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মধ্যরাতে নিহত খোদেজা বেগমের (৩৫) লাশ মজল হক মিস্ত্রিবাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী শামসুন্নাহার, তার ছেলে মোতালেব, মেয়ে শাহেনা আক্তার এবং নাতি আবদুর রহমানকে আটক করেছে।

আরও পড়ুন :
তৃতীয় দফায় মিন্নির জামিনের শুনানি আজ
ঈদুল আজহার পর আবারও বৈঠকে বসেছে মন্ত্রিসভা

ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান, নিহত খোদেজা বেগমের ছেলে আনোয়ারকে সিএনজিচালিত অটোরিকশা কেনার জন্য ঋণ দেন শামসুন্নাহার।রোববার রাতে কিস্তির টাকা দেয়া নিয়ে আনোয়ারের মায়ের সঙ্গে ঝগড়া করেন শামসুন্নাহার ও তার ছেলেমেয়েরা।

ঝগড়ার একপর্যায়ে শামসুন্নাহার খোদেজা বেগমের তলপেটে লাথি মারেন। এতে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন খোদেজা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান । এ ঘটনায় নিহত খোদেজা বেগমের স্বামী আবুল কালাম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

আগস্ট ১৯, ২০১৯ at ১৪:০৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আজা