এফআর টাওয়ারে নকশা জালিয়াতির অভিযোগে তাসভীরকে গ্রেপ্তার করেছে দুদক

আগুনে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ারের অন্যতম মালিক তাসভীর উল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাসভীরের বিরুদ্ধে অভিযোগ, আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফাইনান্স লিমিটেড (বাংলাদেশ) থেকে পাঁচ কোটি ৬৫ লাখ টাকা ঋণ নিয়ে অবৈধভাবে এফ আর টাওয়ারের ২১, ২২ ও ২৩ তলা কেনেন তিনি।

আরো পড়ুন:
পদ্মা নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

এছাড়া নকশা জালিয়াতির মাধ্যমে এফআর টাওয়ারে ১৯ তলা থেকে বাড়িয়ে ২৩ তলা করা হয়। এ ঘটনায় গত ২৫ জুন তাসভীরসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন দুদক কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক।
এফআর টাওয়ারের ২১, ২২ ও ২৩ তলার মালিকানা রয়েছে এই কোম্পানির হাতে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৭ জন নিহত হওয়ার পর এই ভবন নির্মাণে নানা অনিয়মের বিষয়গুলো বেরিয়ে আসতে থাকে।

আগস্ট ১৮, ২০১৯ at ১৯:০৩:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএ/আজা