যশোর এসোসিয়েশন ইন দক্ষিণ কোরিয়ার নতুন কমিটি গঠন

দক্ষিণ কোরিয়াস্থ “যশোর এসোসিয়েশন ইন দক্ষিণ কোরিয়া”র নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত যশোরের ব্যক্তিদের নিয়েই এই কমিটি।

গতকাল ১৭ আগস্ট শনিবার রাত ৮ টায় দক্ষিণ কোরিয়ায় আনসান সিটিতে এশিয়ানা রেস্টুরেন্টে বসে সকলের সাধারণ ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

২০১৯-২০২০ সালের  জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হন রাকিব হাসান বাবু এবং সাধারণ সম্পাদক মনোনীত হন মোঃ ইমরান হোসেন।

আরো পড়ুন:
বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরন , নিহত ৬৩ জন
জীবননগর থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়ী আটক

উল্লেখ্য, রাকিব হোসেন বাবু যশোরের চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে এবং ইমরান হোসেন যশোর সদরের পুরাতন কসবার মৃত আফজাল হোসেনের ছেলে। কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আনসান মসজিদের সম্মানিত ইমাম মুমতাজুল হক এর তত্ত্বাবধানে উক্ত কমিটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হয়।

কমিটির নব নির্বাচিত সভাপতি রাকিব হোসেন বাবু তার বক্তব্যে বলেন, “যশোর এসোসিয়েশন ইন দক্ষিণ কোরিয়া” একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সামাজিক সেবামূলক সংগঠন। বিগত এক বছরের কার্যক্রমের পর্যালোচনা করলে তা আমরা বুঝতে পারি।

গত এক বছরে আমাদের কার্যক্রমের মধ্যে ছিলো যশোরের বিভিন্ন থানা পর্যায়ে ও গ্রাম পর্যায়ে বৃক্ষ রোপণ কর্মসূচী, শীত বস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ  করা হয়।

আগস্ট ১৮, ২০১৯ at ০১:১৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআই/তআ