কলকাতায় নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর করল ভারত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে ভারত। রবিবার সকাল সাড়ে ৮ টায় নিহতের স্বজনদের কাছে কতৃপক্ষ এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে কলকাতার শেক্সপিয়র সরণি এবং লাউডন স্ট্রিটের সংযোগস্থলে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের ভুটিয়ারগাতী গ্রামের কাজী খলিলুর রহমানের ছেলে মহম্মদ মইনুল আলম (৩৬) এবং কুস্টিয়ার খোকসা থানার চন্দর গ্রামের আমিরুল ইসলামের মেয়ে ফারহানা ইসলাম তানিয়া (৩০) নিহত হয়। ময়নাতদন্তের পর বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাদের মরদেহ পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, রাত ২টার দিকে প্রচণ্ড গতিতে ছুটে যাওয়া একটি জাগুয়ার গাড়ি একটি মার্সিডিজকে ধাক্কা দিলে জাগুয়ারটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে চাপা দেয়।

আরো পড়ুন:
মেয়ে সেজে প্রেমের ফাঁদ : ছাত্রলীগ নেতাসহ আটক ২
তিন মাসেই ভেঙ্গে গেল ব্রিজ !
তরণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ অভিযোগে যুবক গ্রেফতার

গুরুতর আহত ওই দুইজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মার্সিডিজের চালক ও আরোহী। ঘটনার পরই গাড়ি ফেলে পালিয়ে যায় জাগুয়ারের চালক। জাগুয়ারটিকে আটক করেছে পুলিশ। তবে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে জাগুয়ারের চালককে গ্রেফতার করা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, নিহত ওই দুই বাংলাদেশি চিকিৎসার জন্য ১৫ দিন আগে কলকাতায় যান। সূত্র জানায়, মইনুল চাকরি করতেন গ্রামীণ ফোনে আর তানিয়া ছিলেন বাংলাদেশে সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট । ময়নাতদন্তের পর বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাদের মরদেহ পাঠানো হয়।

আগস্ট ১৮, ২০১৯ at ০৯:৫৬:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমও/তআ