ইসলামপুর ও শাখারিয়া গ্রামের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

‘মাদক ছেড়ে খেলা করি সুস্থ সবল জীবন গড়ি ‘ এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৌর ৩নং ওয়ার্ডের ইসলামপুর গ্রাম ও সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের যৌথ উদ্যোগে ঈদ পরবর্তী এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

জীবননগর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকাল চারটায় আনান্দঘন পরিবেশে অসংখ্য দর্শকের সরব উপস্থিতিতে খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় ইসলামপুর যুব একাদশ (০২) গোল করে এবং অপর প্রতিদ্বন্ধী শাখারিয়া যুব একাদশ (০৪) গোল করে বিজয় নিশ্চিত করে।

আরও পড়ুন :
ভারতে পাচারের ৭ বছর পর মা-বাবার কাছে ফিরলো খাদিজা
মাদক ও অবৈধ অনুপ্রবেশকারীসহ আটক-৩

খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জীবনননগর পৌর তিন নাম্বার ওর্য়াড কাউন্সলর সাংবাদিক আতিয়ার রহমান, উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সদস্য ও বাংলা টিভি এবং দি বাংলাদেশ টুডে পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মামুন মোল্লা, সাংবাদিক তারিকুর রহমান, পৌর যুবলীগ নেতা আয়নাল, রাসেল , শাহআলম প্রধান জীবন, শাহাজাহান, ছাত্রলীগ নেতা পিয়াস, রকি, জসীম, শাহিন, হামিদ, রাওয়াজ, মোতালেব, তুহিন, শামীম, আশরাফুল প্রমুখ।

আগস্ট ১৭, ২০১৯ at ২১:০৬:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএ/আজা