ভারতে পাচারের ৭ বছর পর মা-বাবার কাছে ফিরলো খাদিজা

২০১২ সালে প্রতিবেশী এক ভাইয়ের মাধ্যমে ভারতে পাচার হয়েছিলেন ১২ বছর বয়সি কিশোরী খাদিজা। এখন ১৯। মাঝে কেটে গেছে সাত বছর। এই দীর্ঘ সময় পর তরুণী খাদিজা তার পরিবারকে ফিরে পেয়েছেন।

গতকাল শনিবার খাদিজা যখন তার মা- বাবার দেখা পান তখন আবেগে অঝোরে কাঁদেন। খাদিজার বাবা আবুল কাশেম ফকির। মা আনোয়ারা বেগম। তাদের বাড়ি ময়মনসিংহ। তবে দীর্ঘদিন ধরে তারা ঢাকার গুলশান-২ এর নূরেরচালা এলাকায় বসবাস করেন। সেখান থেকেই নিখোঁজ হয়েছিলেন তাদের মেয়ে খাদিজা। এতদিন পর মেয়েকে ফিরে পাওয়াটা তাদের কাছে স্বপ্নের মতোই।

ভারতে পাচার হওয়ার পর দীর্ঘ ছয় বছর মালদহে সরকারি এক সেফহোমে ছিলেন খাদিজা। গত বছরের ১৯ এপ্রিল চাঁপাইনাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ফিরে এসে রাজশাহীর মানবাধিকার সংস্থা ‘অ্য্যাাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) শেল্টার হোমে আশ্রয় নেন তিনি। গতকাল শনিবার এসিডির মাধ্যমেই মা-বাবাকে ফিরে পান খাদিজা খাতুন।

আরও পড়ুন :
রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে আটক- ৫০
মাদক ও অবৈধ অনুপ্রবেশকারীসহ আটক-৩

এ সময় খাদিজা বলেন, ‘দীর্ঘ সাত বছর পর মায়ের মুখ দেখতে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি। কোনোদিন ভাবতেও পারিনি মা-বাবাকে ফিরে পাব। পরিবারকে ফিরে পেয়ে এত খুুশি হয়েছি যা কাউকেই বুঝাতে পারবো না। আমি এসিডির প্রতি চির কৃতজ্ঞ। পরিবারকে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করায় তাদের প্রতি ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।

খাদিজার বাবা আবুুল কাশেম ফকির বলেন, ২০১২ সালে খাদিজা যখন নিখোঁজ হয় তখন সে মাদ্রাসায় পড়তো। পড়ালেখার পাশাপাশি পাশের বাসার ধনাঢ্য এক ব্যক্তির সন্তানকে দেখাশোনার কাজ করতো। পরে তারা জানতে পারেন, প্রতিবেশী এক ভাইয়ের মাধ্যমে খাদিজা ভারতে পাচার হয়ে গেছে। তারপর থেকে তারা মেয়েকে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন।

খাদিজার মা আনোয়ারা বলেন, গত এক সপ্তাহ আগে এসিডির মাধ্যমে হঠাৎ মেয়ের খোঁজ পাই। তখন থেকেই মেয়ের সাথে মোবাইলে কথা হয়। বুঝতে পারি, এই আমার মেয়ে খাদিজা। অবশেষে গুলশান থেকে মেয়েকে নিতে রাজশাহীর উদ্দেশে রওনা হই। এখানে মেয়েকে পেয়ে মনে হচ্ছে স্বপ্ন দেখছি।

এসিডির শেল্টার পুষ্প রাণী বিশ্বাস বলেন, গত বছর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মাধ্যমে খাদিজা আমাদের শেল্টার হোমে আসে। তারপর থেকে সে শেল্টার হোমেই লালন-পালন হচ্ছিল। এখানে আসার পর থেকেই খাদিজা পরিবারের কাছে ফিরে যেতে চেয়েছিল। আমরা তার পরিবারের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ফিরিয়ে দেয়ার আশ্বাস দিয়েছিলাম। শেষ পর্যন্ত আমরা পরিবারের খোঁজ পাই

আগস্ট ১৭, ২০১৯ at ২০:৪৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএ/আজা