মাদক ও অবৈধ অনুপ্রবেশকারীসহ আটক-৩

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ রুদ্রপুর, পুটখালী ও অগ্রভূলাট বিওপি’র সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, মদ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

শনিবার (১৭ আগষ্ট) বিকালে তাদের আটক করা হয়। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শার্শা থানাধীন অগ্রভূলাট বাজারের পাশে পাকা রাস্তার উপর হতে লিটন হোসেন (৩০) নামে এক যুবককে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় ও রুদ্রপুর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন রুদ্রপুর মাঝেরপাড়া গ্রামস্থ আম বাগান হতে ২০ বোতল মদসহ আটক করে।

অপরদিকে, পুটখালী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ ভান্ডারীর মোড় হতে অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারত হতে বাংলাদেশে আসার সময় ০২ জন (পুরুষ) বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী বাংলাদেশি নাগরিকদ্বয়কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
আগস্ট ১৭, ২০১৯ at ২০:৩৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএ/এমও/তআ