অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবীতে মানববন্ধন

দারিয়াপুর হাটে সরকার নির্ধারিত রেটের চেয়ে দ্বিগুণ টোল আদায় বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাংলাদেশ কৃষক সমিতি, জেলা কমিটি এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধের আয়োজন করে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও দারিয়াপুর হাটসহ সকল হাটে বাজারে আমনের চারা (বিছন) ক্রয় বিক্রয়ে টোল আদায় বন্ধের জোর দাবী জানান তারা।

বক্তারা উলে­খ করেন, সরকার নির্ধারিত রেটে গরুর হাটে শতকরা ২ টাকা হারে টোল আদায়ের কথা থাকলেও তারা তা মানছে না। অপর দিকে বিক্রেতাদের কাছে কোন টোল আদায়ের নিয়ম না থাকলেও তারা তাদের কাছ থেকেও জোর পূর্বক টোল আদায় করে যাচ্ছেন।

আরও পড়ুন :
বন্ধ করা হচ্ছে ফেসবুক গ্রুপ চ্যাট
আগামিকাল থেকে শুরু শেয়ারবাজারের লেনদেন

অন্যদিকে হাটের বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত টোল চার্ট লাগানোর কথা থাকলেও তা ইজারাদারা কোথাও টাংগাননি। ফলে ক্রেতা-বিক্রতাদের মাঝে ইজারাদারদের টোল আদায় দিয়ে বাগ-বিতন্ডা লেগেই থাকছে।

মানববন্ধন চলাকালে জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক সমিতির জেলা সহ-সভাপতি সন্তোষ বর্মণ, সদর উপজেলা কৃষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল, দারিয়াপুর অঞ্চল কমিউনিস্ট পার্টির সভাপতি গুলবদন সরকার, সাধারণ সম্পাদক কৃষক নেতা জাহাঙ্গীর আলম মাস্টার প্রমুখ।

আগস্ট ১৭, ২০১৯ at ২০:০৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএ/আজা