কোরবানীর গোস্তে আল্লাহ্ লেখা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম শেখপুরা গ্রামের দিনমুজুর আবুল খায়ের এর কোরবানী গরুর গোস্তের মধ্যে চার টুকরো আল্লাহ্ নাম লিখা পাওয়া গেছে। গোস্ত গুলো দেখতে এলাকাবাসী ভীড় করছে। স্থানীয় মসজিদের ইমামের ফতুয়া শুনে শনিবার দুপুরে ওই গোস্তের টুকরো গুলো মাটিতে পুঁতে রাখা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পশ্চিম শেখপুরা গ্রামের ফকির বাড়ির দিনমজুর প্রতি বছরের ন্যায় এবারও এক নামে কোরবানী দেয়। শুক্রবার বিকেলে দিনমজুরের স্ত্রী আয়েশা বেগম গোস্ত রান্না করার শেষে ছেলে মিজানুর রহমানের জন্য একটুকরো পাতিল থেকে তুলে। মিজার গোস্তের টুকরো হাতে নেওয়ার পরেই দেখে আরবিতে আল্লাহ্ নামটি লেখা দেখতে পায়।

আরও পড়ুন :
দেশে ফিরতে শুরু করেছেন হজযাএীরা
স্ত্রীর সাথে গলোযোগ করে আত্মহত্যার চেষ্টা

এতে আতংকিত হয়ে পাতিলের গোস্ত যাচাই করলে একই রকমের আরো তিন টুকরো গোস্ত পাওয়া যায়। মিজান বিষয়টি নিশ্চিত হওয়ার মাদ্রাসা পড়ায়া ভাগনী মিতু আক্তার ও বাড়ির পার্শ্ববতি বাইতুল জান্নাত জামে মসজিদের পেশ ইমাম মাওঃ সাহাদাত হোসেনের ধারস্থ হয়।

মুহুর্তের মধ্যে বিষয়টি এলাকাতে ছড়িয়ে পড়লে উৎসুক নারী-পুরুষ এক নজর দেখতে বাড়ির বসতঘরে ভীড় জমায়। দিনমজুর আবুল খায়ের বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে মসজিদের ইমাম সাথে এসে সবকিছু দেশে এবং শুনে ফতুয়া দেয় আল্লাহ্ লিখা চার টুকরো গোস্ত মাটিতে পুঁতে ফেলতে এবং অন্য গোস্ত খেতে।

আগস্ট ১৭, ২০১৯ at ১৬:৫৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএ/আজা