মেঘনায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি মান্নান

লক্ষ্মীপুরে মেঘনার অব্যাহত ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে প্রতিনিয়ত নি:স্ব হচ্ছে নদী পাড়ের হাজার হাজার বাসিন্দা। জেলার রামগতি ও কমলনগর উপজেলার ভাঙন কবলিত এলাকা সমূহ শুক্রবার (১৬ আগস্ট) পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ মেজর (অব:) আবদুল মান্নান।

আরো পড়ুন >>> সিরাজগঞ্জে ডেঙ্গুরোগী বেড়ে ৩ শ ৫৪

এসময় তিনি স্থানীয়দের কষ্ট লাগবের জন্য অধিক ভাঙন কবলিত এলাকায় স্থায়ী নদী বাঁধের পূর্বে জিও ব্যাগ ডাম্পিং এর স্থান নির্ধারন করেন। পাশাপাশি নদী পাড়ে বিভিন্ন স্থানে সমাবেশের মাধ্যমে অসহায় মানুষদের খোঁজ-খবর নেন।

আরো পড়ুন >>> ফিরতি যাত্রায় যাত্রীদের উপচে পড়া ভীড়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আমিন রাজু,এমপি পুত্র তাসফিক মান্নান, কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার পলোয়ান প্রমূখ।

আগস্ট ১৬, ২০১৯ at ২০:১৭:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আকে/তআ