ফিরতি যাত্রায় যাত্রীদের উপচে পড়া ভীড়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে  ফেরা বা ঈদের চতুর্থ দিনেও সিরাজগঞ্জের বাস স্টেশন, রেল স্টেশন, বাস কাউন্টার গুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
শুক্রবার দুপুরে শহরের বিভিন্ন কাউন্টারে ফিরতি যাত্রীদের অতিরিক্ত চাপ লক্ষ্য করা যায়।
মহাসড়ক ফাকা, নেই যানজট। তবুও অতিরিক্ত যাত্রীর কারনে কাউন্টার গুলোতে ভোগান্তীতে পড়েছে যাত্রীরা। তবে বাস মালিকরা বলছেন বাসের সিডিউল মতাবেক চলছে। অতিরিক্ত যাত্রীর কারনে কাইন্টার গুলোতে সিডিউলের বাহিরেও বাস দেয়া হয়েছে।

অপর দিকে, যাত্রীদের অভিযোগ প্রতি টিকিটে তিনশত টার পরিবর্তে ৪শ টাকারও বেশি নেয়া হচ্ছে।
এ বিষয়ে আমিনুল নামের এক যাত্রীর সাথে কলে বলেন এ প্রতিবেদক। এসম আমিনুল এ প্রতিবেদককে বলেন, সিডিউলের কোন বাসের টিকিট নেই। এগুলো অগ্রিম বিক্রি করা হয়েছে। তবে ফিরতি বাস ঢাকা থেকে আসলে বাকি যাত্রীদের ব্যবস্থা করছে কাউন্টার ম্যানাজার।
তিনি অভিযোগ করে বলেন, বাসের ভাড়া আগের তুলনায় একশত টাকা থেকে দুই শত টাকা বেশী নিচ্ছে।

এস আই কাউন্টারের ম্যানাজার গোল্ডেন বলেন, আমাদের সিডিউল অনুযায়ী বাস চলাচল করছে। অতিরিক্ত যাত্রী চাপের কারনে আমরা অতিরিক্ত বাস বাড়িয়েছি। হয়েছে। তবে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকায় গেলে সেখানে থেকে কোন যাত্রী হচ্ছে না। বিধায় ভাড়া একটু বেশী লাগতে পারে।

আগস্ট ১৬, ২০১৯ at ১৮:৫০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/তআ