সেভ দ্য রোড ও অনলাইন প্রেস ইউনিটির উদ্যেগে দুই শতাধিক পরিবারকে ত্রাণ প্রদান

সেভ দ্য রোড ও অনলাইন প্রেস ইউনিটির উদ্যেগে বন্যাদূর্গত ২ শতাধিক পরিবারকে ত্রাণ প্রদান করেছে। সংগঠন দুটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী ও সেভ দ্য  রোড-এর মহাসচিব শান্তা ফারজানা ১৪, ১৫ ও ১৬ আগস্ট উত্তরাঞ্চলের গাইবান্ধা, কুড়িগ্রাম ও বগুড়ায় এই ত্রাণ সামগ্রী প্রদান করেন।

আরো পড়ুন >>> জীবননগরে ১১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এসময় তাদের সাথে যুক্ত হন গাইবান্ধার মোফাজ্জল হোসেন, বগুড়ার সুলতান সরকার, গোলাম ওয়াজেদ সরকার রানা প্রমুখ।

কর্মসূচীতে মোমিন মেহেদী ও শান্তা ফারজানার নেতৃত্বে, তাদের তত্বাবধায়নে গাইবান্ধার দাড়িয়াপুরের বিভিন্ন গ্রামে ১শ ২ জন, কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫৩ জন ও বগুড়ার মোকামতলা রোকেযা মার্কেটের সামনে ৪৭ জন বন্যাদূর্গত মানুষকে চাল-ডাল-তেল-চিড়া-আটা-চিনি প্রদানের পাশাপাশি ঢাকায় আরো অর্ধশত মানুষকে নগদ অর্থ ও পাঞ্জাবী-লুঙ্গি-থ্রী পিস প্রদান করা হয়।

আগস্ট ১৬, ২০১৯ at ১৭:৩১:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/তআ