বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুকে স্বরণ

শোক শ্রদ্ধায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরণ করলো রায়পুরবাসী। উপজেলা ব্যাপী নানা কর্মসূচি পালনের মাধ্যমে (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল ১০ টার দিকে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শোক দিবসের আলোচনা দোয়া ও মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম বানু শান্তি’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ল²ীপুর-২ রায়পুর আসনে মাননীয় সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ।
দেশদর্পণে আরও পড়ুন: কোটচাঁদপুরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক ও এমপির স্থানীয় প্রতিনিধি কাজী জামশেদ কবীর বাক্কিবিল্লাহ, রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন, রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া, ল²ীপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান রফিকুল হায়দার বাবুল পাঠান, এড. মিজানুর রহমান মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার শফিউল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান্যান মারুফ বিন জাকারিয়া, হাজী মাজেদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৬ নং কেরোয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান কামাল, ৪ নং সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান এড. ইউসুফ জালাল কিসমত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার বিল্লাল হোসেন, সাঃ সম্পাদক মাষ্টার আলমগীর হোসেন, চেয়ারম্যান ইউসুফ চৈয়াল, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি শংকর মজুমদার, রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইনসহ সাংবাদিক বৃদ, রায়পুর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল বলেন, ১৫ আগষ্টে বঙ্গবন্ধুকে হত্যা করে হত্যাকারীরা বঙ্গবন্ধুকে বিলীন করতে পারেনি, বরং তাঁকে বাঙ্গালীর হৃদয়ে আজীবন গেঁথে দিয়েছেন, বঙ্গবন্ধুকে জানার জন্য বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে।

আগস্ট ১৫, ২০১৯ at ১৮:০০:৪৭ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একে/এসজে