ওজোপাডিকো’র উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যের সাথে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বর্ষিকী ও জাতীয় শোকদিবস পালন করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।

তাদের কর্মসূচীর আওতায় ছিল সূর্যোদয়ের সাথে সাথে ওজোপাডিকো’র সদর দপ্তর খুলনাসহ আওতাধীন সকল দপ্তর সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকল কর্মকর্তা/কর্মচারীদের কালো ব্যাচ্ ধারণ, সকল দপ্তর সমূহের প্রধান ফটকে শোকদিবসের ব্যানার প্রদর্শন, ওজোপাডিকো’র ওয়েবসাইট ফেইসবুক পেইজে শোকাবহ মুভমেন্ট পোর্টাল স্থাপন, শোক র‌্যালী, আলোচনা সভা, দেশাত্ববোধক কবিতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং খুলনাস্থ বিবিবি-১ সহ সকল বিতরণ বিভাগে অবস্থিত মসজিদ সমূহে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।

সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক র‌্যালীতে ওজোপাডিকো’র সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরগন খুলনা নিউ মার্কেট এলাকায় একত্রিত হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শফিক উদ্দিনের নেতৃত্বে সকাল সোয়া আটায় শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে বাংলাদেশ বেতার, খুলনা, ক্যাম্পাসে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শেষ হয়।

র‌্যালি শেষে সকাল সাড়ে ১০ টায় খুলনার শেখপাড়াস্থ ওজোপাডিকো হাই স্কুল চত্ত্বরে দিবসটির উপরে এক বিশেষ আলোচনা সভা ও দেশাত্ববোধক কবিতা পাঠ এবং চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এছাড়াও ওজোপাডিকো’র আওতাধীন সকল দপ্তর সমূহে যোহরবাদ বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখিত অনুষ্ঠানগুলিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক (অর্থ) রতণ কুমার দেবনাথ, নির্বাহী পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী মোঃ আবু হাসান, কোম্পানী সচিব আবদুল মোতালেব, প্রধান প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, উপ-মহাব্যবস্থাপক মোঃ আলমগীর কবীর, উপ-মহাব্যবস্থাপক মোঃ মোকলেছুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রোকনউজ্জামান, ব্যবস্থাপক মল্লিক আবুল কাশেম, মোঃ নাজমুল হুদা, বিবিবি-১,২,৩ ও ৪ এর নির্বাহী প্রকৌশলীগন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপ-ব্যবস্থাপক জনসংযোগ কে, এম, রেজাউল হক, শ্রমিক নেতা এস এম শাহাদাত হোসেন প্রমূখ। এক প্রেস বিজ্ঞপ্তিতে ওজোপাডিকো’র উপ-ব্যবস্থাপক জনসংযোগ কে, এম, রেজাউল হক এ সকল তথ্য নিশ্চিত করেন।

আগস্ট ১৫, ২০১৯ at ১২:৩৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআই/তআ